স্টাফ রিপোর্টার,নড়াইল
নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকা থেকে উজ্জল হোসেন (২৯) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে উপজেলার তুলারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি উজ্জল হোসেন যশোর জেলা চৌগাছা এলাকার আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,সিঙ্গাপুর থেকে অক্টোবর মাসের ৮ তারিখে বিমানযোগে বাংলাদেশে আসেন উজ্জল হোসেন। আসার সময় সিঙ্গাপুর প্রবাসী রুবেল হোসেন এর কাছ থেকে ছোটবড় ১২টি স্বর্ণের চেইন,বেসলেট-০১টি, যার সর্বমোট স্বর্ণের ওজন ৯৯.৭৫ গ্রাম যার মূল্য ১২ লক্ষ টাকা সেই সাথে ১টি আইফোন সিক্সটিন প্রোম্যাক্স মোবাইল যার মূল্য দুই লক্ষ টাকা ও দুই টি রেডমি নোট-১৩ মোবাইল যার মূল্য ৫০ হাজার টাকা ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী যার মূল্য দুই লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে আসে প্রবাসী রুবেলের বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে। পরবর্তী উজ্জল তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেয়। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হলে তুলারামপুর এলাকা থেকে অভিযান চালিয়ে প্রতারক উজ্জলকে গ্রেফতার করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাজেদুল ইসলাম জানান,‘প্রতারণার অভিযোগে উজ্জল হোসেন নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়। পরবর্তী গ্রেফতারকৃত আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।’