স্টাফ রিপোর্টার,নড়াইল
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী নড়াইলে বিভ্নি কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী মহিলা দল নড়াইল জেলা শাখার আয়োজনে কর্মসূচির মধ্যে ছিলো আলোচনা সভা, দোয়া অনুষ্ঠান ও তবারক বিতরণ।
বেলা ১১টায় নড়াইল চৌরাস্তায় জেলা বিএনপি কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল নড়াইল জেলা শাখার সভাপতি শিরিন জামানের সভাপতিত্বে সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, বিশেষ অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা মহিলা দলের সাধারন সম্পাদক ও লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক মধুমিতা, সাংগঠনিক সম্পাদক সালমা সিকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদাক মাহামুদুল হাসান সনি প্রমুখ।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদায় জিয়ার সুস্থ্যতা কামনা, ৫ আগষ্ট পর্যন্ত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে তবারক বিতরণ করা হয়।
কর্মসূচিতে নড়াইল জেলা, উপজেলা, পৌর মহিলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।