স্টাফ রিপোর্টার, নড়াইল
বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও মিথ্যা মামলার নিঃশর্তে মুক্তির দাবিতে নড়াইলে দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে জেলা কৃষক দলের আয়োজনে শহরের আলাদাতপুরে তাসরিন সুলতানা মাদ্রাসায় এ দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক দলের আহবায়ক নবীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব এনামুল কবির চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির ববক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান। প্রধান বক্তার বক্তব্য রাখেন কৃষক দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নড়াইল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র মোস্তফা কামাল মোস্ত।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান জামান,জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম টিংকু, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, শ্রমিকদলের আহ্বায়ক সাঈদুজ্জমান আমল, লোহাগাড়া উপজেলা যুবদলের সভাপতি খান মাহমুদ আলম, জেলা কৃষক দলের যুগ্ন আহবাযক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম রুবেল, সদর থানা যুবদলের আহ্বায় তারিকুল ইসলাম পিয়াল, সিনিয়র যুগ্ম আহবায় টিপু সুলতান, লোহাগাড়া থানা শ্রমিক দলের সভাপতি আখতার হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, জেলা ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক তাইবুল হাসান, সাংগঠনিক সম্পাদক রুবায়েদ খোরশেদ শাথিল প্রমূখ।
এসময় বক্তারা বলেন, আওয়ামী সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। সঠিক চিকিৎসার অভাবে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে বিদেশে যেয়ে চিকিৎসা নিতে দেয়া হচ্ছে না। অবিলম্বে খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান বক্তারা।
আলোচনা সভা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।