স্টাফ রিপোর্টার:
নড়াইলে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সৌরভ দেবনাথ প্রমূখ।
কৃষিকাজে ব্যবহৃত প্রযুক্তি বিষয়ক ১০ টি স্টল রয়েছে মেলায়। আগামী ৬ মার্চ মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্তু স্টল খেলা থাকবে। এসময় বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।