স্টাফ রিপোর্টার,নড়াইল
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে অংশ হিসাবে নড়াইলে কৃষক সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে চন্ডিবরপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যেগে চালিতাতলা বোড অফিস চত্বরে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
চন্ডিবরপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এস.এম. কামরান হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড.মাহাবুব মোরর্শেদ জাপল, নড়াইল জেলা কৃষক দলের আহবায়ক মোঃ নবীর হোসেন, সদস্য সচিব এনামুল কবীর চন্দনসহ আরো অনেকে।
এ সময় লোহাগড়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব মেজবা উদ্দিন পারভেজ,লোহাগড়া পৌর কৃষক দলের আহবায়ক শরীফ নাজমুল হুদা, সদস্য সচিব রাজু আহমেদ, কৃষক দলের নেতা রিয়াজুল ইসলাম টিংকু,মোঃ আলী খান, রবিউল ইসলাম রুবেলসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষকদলের কেন্দ্রীয় নেতাদের কাছে ভুল তথ্য সরবরাহ করে নড়াইলের গনমানুষের নেতা কৃষক দলের খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল মোস্তকে বহিস্কার করা হয়।
অবিলম্বে কৃষক বান্ধব নেতা মোস্তফা কামাল মোস্তর
বহিস্কারাদেশ প্রত্যাহার করার জন্য কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানান বক্তারা।