স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের ঐতিহ্যবাহী মাইজপাড়া ডিগ্রি কলেজের নব নির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব গ্রহন করেছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ।
বুধবার কলেজের মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নব নির্বাচিত সভাপতি শাহরিয়ার রিজভী জর্জ। এসময় বক্তব্য রাখেন মাইজপাড়া ডিগ্রি কলেজে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার বিশ্বাস, পরিচলনা পর্ষদের প্রতিষ্ঠাতা সদস্য এ্যাডভোকেট বোরহান উদ্দিন জাকির, বিদ্যোৎসাহী সদস্য সিকদার মোঃ জাহাঙ্গীর আলম, আহসান হাবীব ও কুদরাত ই আলম ।
ছবি: নড়াইল নিউজ ২৪.কম
এসময় শিক্ষক, কর্মচারী ও অন্যান্য সকলের সাথে পরিচিত হন নব গঠিত কমিটির সভাপতি শাহরিয়ার রিজভী জর্জ। পরে পরিচালনা পর্ষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হয়। এসময় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নড়াইলের ঐতিহ্যবাহী মাইজপাড়া ডিগ্রি কলেজের নব নির্বাচিত পরিচালনা পর্ষদের সভাপতি শাহরিয়ার রিজভী জর্জ বলেন, নড়াইল মাইজপাড়া ডিগ্রি কলেজ একটি ঐতিহ্যবাহী কলেজ। কলেজের ঐতিহ্য ধরে রাখতে কলেজের লেখাপড়ায় শিক্ষকদের আরও বেশি মনোযোগি হতে হবে। লেখাপড়ার পাশাপাশি কলেজের খেলাধূলাসহ অন্য বিষয়েও শিক্ষক-শিক্ষার্থীদের একসাথে কাজ করতে হবে। তাহলেই আমরা জেলার মধ্যে মাইজপাড়া ডিগ্রি কলেজ সব ক্ষেত্রে সবার শীর্ষে থাকতে পারবো। এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।