নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, দেশে মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণ ২৯২ দশমিক ১১ ডলার। বুধবার ডলারের বিনিময় মূল্য ৮৫ টাকা ২০ পয়সা ধরলে এর পরিমাণ দাঁড়ায় ২৪ হাজার ৮৭৭ টাকা ৭৭ পয়সা। জাতীয় সংসদের চলমান অধিবেশনে বুধবার প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।
বৈদেশিক ও মাথাপিছু ঋণ নিয়ে চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলমের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর উত্তর টেবিলে উপস্থাপন হয়।
অর্থমন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পর থেকে বিভিন্ন ঋণচুক্তির মাধ্যমে প্রাপ্ত অর্থের আসল পরিশোধ করার পর এ বছরের ৩০ জুন পর্যন্ত মোট প্রাপ্ত বৈদেশিক ঋণের স্থিতির পরিমাণ ৪৯ হাজার ৪৫৮ মার্কিন ডলার।’
দেশের মাথাপিছু ঋণ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো হতে সংগৃহীত তথ্য মোতাবেক মোট জনসংখ্যা ১৬৯ দশমিক ৩১ মিলিয়নের (১৬ কোটি ৯৩ লাখ ১০ হাজার) হিসাব অনুযায়ী, বর্তমানে মাথাপিছু ঋণের পরিমাণ ২৯২ দশমিক ১১ মার্কিন ডলার।’