দেশে করোনার ২ কোটি ৭৬ লাখ টিকা প্রয়োগ দেশে করোনার ২ কোটি ৭৬ লাখ টিকা প্রয়োগ – Narail news 24.com
বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত নড়াইলে দিনব্যাপী ব্যস্ত সময় পার করলেন অতিঃ জিআইজি মোঃ হাসানুজ্জামান নড়াইলে হরিলীলামৃত বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে সম্মানী প্রদান লোহাগড়ায় বাসের ধাক্কায় প্রাণগেল এক জনের, আহত ১ লোহাগড়ায় ঘোষনা দিয়ে আওয়ামীলীগের রাজনীতি ছাড়লেন অধ্যক্ষ মোশারফ সাইবার নিরাপত্তা আইন অবশ্যই বাতিল হবে – আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ নড়াইলে পলিথিনের ব্যবহার বন্ধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিয়ায় বিএনপির অভ্যন্তরীন কোন্দলে আহত ৫, অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক ৪ নড়াইলে সার্ভে ডিপ্লোমাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ৩ দিনের কর্মবিরতি পালিত

দেশে করোনার ২ কোটি ৭৬ লাখ টিকা প্রয়োগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

করোনাভাইরাস প্রতিরোধে দেশে এ পর্যন্ত ২ কোটি ৭৬ লাখ ৭ হাজার ৩১৬ ডোজ টিকা প্রয়োগ হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৯০ লাখ ৮১ হাজার ৭ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮৫ লাখ ২৬ হাজার ৩০৯ জন।শনিবার রাতে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এ পর্যন্ত প্রথম ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ১ কোটি ৯ লাখ ৩০ হাজার ৪৫৮ আর নারী ৮১ লাখ ৫০ হাজার ৫৪৯ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৫১ লাখ ৯৪ হাজার ৭৪৮ আর নারী ৩৩ লাখ ৩১ হাজার ৫৬১ জন।

অ্যাস্ট্রাজেনেকার ১ কোটি ১৫ লাখ টিকা প্রয়োগ:
দেশে এ পর্যন্ত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১৫ লাখ ৩০ হাজার ২০৩ ডোজ। অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৭১ লাখ ৩৬ হাজার ৫২ এবং নারী ৪৩ লাখ ৯৪ হাজার ১৫১ জন।

এ টিকা গ্রহণকারীদের মধ্যে ৬১ লাখ ৮১ হাজার ৯৫৫ জন প্রথম ডোজ এবং ৫৩ লাখ ৪৮ হাজার ২৪৮ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী ৩৭ লাখ ৯৭ হাজার ৪২৭ জন পুরুষ এবং নারী ২৩ লাখ ৮৪ হাজার ৫২৮ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৩৩ লাখ ৩৮ হাজার ৬২৫ এবং নারী ২০ লাখ ৯ হাজার ৬২৩ জন।

টিকায় সর্বনিম্ন ফাইজার, প্রয়োগ এক লাখ ডোজ:
দেশে সবচেয়ে কম টিকা প্রয়োগ হয়েছে ফাইজার-বায়োএনটেকের। এ টিকা প্রয়োগ হয়েছে ৯৯ হাজার ৯৭৪ ডোজ। ঢাকার ৭টি কেন্দ্রে এ পর্যন্ত ফাইজার-বায়োএনটেকের টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৮৫ হাজার ৪৫৭ এবং নারী ১৪ হাজার ৫১৭ জন। এ টিকা গ্রহণকারীদের মধ্যে ৫৫ হাজার ৩৯০ জন প্রথম ডোজ এবং ৪৪ হাজার ৫৮৪ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৪৭ হাজার ৬২৬ এবং নারী ৭ হাজার ৭৬৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৩৭ হাজার ৮৩১ জন পুরুষ এবং নারী ৬ হাজার ৭৫৩ জন।

সর্বোচ্চ ১ কোটি ২৪ লাখ টিকা প্রয়োগ সিনোফার্মের:
দেশে সর্বোচ্চ টিকা প্রয়োগ হয়েছে চীনের সিনোফার্মের। এ টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ২৪ লাখ ৫৯ হাজার ১ ডোজ। দেশে সিনোফার্মের টিকার প্রয়োগ ১৯ জুন থেকে শুরু হয়েছে। দ্বিতীয় ধাপে গণটিকাদান কর্মসূচিতে অদ্যাবধি এ টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ ৬৮ লাখ ৩১ হাজার ২৮৮ এবং নারী ৫৬ লাখ ২৭ হাজার ৭১৩ জন।

এ টিকা গ্রহণকারীদের মধ্যে ১ কোটি ২ লাখ ৮০ হাজার ২০৯ জন প্রথম ডোজ এবং ২১ লাখ ৭৮ হাজার ৭৯২ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন। প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ৫৫ লাখ ৯৭ হাজার ৭০৬ এবং নারী ৪৬ লাখ ৮২ হাজার ৫০৩ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ১২ লাখ ৩৩ হাজার ৫৮২ জন পুরুষ এবং নারী ৯ লাখ ৪৫ হাজার ২১০ জন।

মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩৫ লাখ ডোজ:
দেশে মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ৩৫ লাখ ১৮ হাজার ১৩৮ ডোজ। এছাড়া ১৩ জুলাই থেকে দেশের সিটি কর্পোরেশনগুলোতে মডার্নার টিকা দেওয়া শুরু হয়েছে।

এ পর্যন্ত ওই টিকা গ্রহণকারীদের মধ্যে পুরুষ ২০ লাখ ৭২ হাজার ৪০৯ এবং নারী ১৪ লাখ ৪৫ হাজার ৭২৯ জন। এ টিকা গ্রহণকারীদের মধ্যে ২৫ লাখ ৬৩ হাজার ৪৫৩ জন প্রথম ডোজ এবং ৯ লাখ ৫৪ হাজার ৬৮৫ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

প্রথম ডোজ টিকা গ্রহণকারী পুরুষ ১৪ লাখ ৮৭ হাজার ৬৯৯ এবং নারী ১০ লাখ ৭৫ হাজার ৭৫৪ জন। আর দ্বিতীয় ডোজ টিকা গ্রহণকারী ৫ লাখ ৮৪ হাজার ৭১০ জন পুরুষ এবং নারী ৩ লাখ ৬৯ হাজার ৯৭৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল (৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ৩ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ১৮৯ জন করোনা টিকার জন্য নিবন্ধন করেছেন। এরমধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৮৪ লাখ ৮ হাজার ৪৮০ এবং পাসপোর্ট নম্বর দিয়ে ৫ লাখ ১০ হাজার ৭০৯ জন নিবন্ধন করেছেন।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
x