নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
ফেনী ও চট্টগ্রামে বজ্রপাতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। রোববার সকালে এ ঘটনা ঘটে।
ফেনী:
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুরে বজ্রপাতে এক শিশু ও এক কিশোরী মারা গেছে। নিহতরা হলেন- আল আমিন ও তামান্না আক্তার।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, সকালে উপজেলার আলমপুর গ্রামের আনু ফরাজি বাড়ির সোলেমানের মেয়ে তামান্না আক্তার ও বাহার উল্লার ছেলে আল আমিন বৃষ্টির সময় ঘর থেকে বের হয়। তখনই বজ্রপাত হলে তারা আহত হয়। স্বজনরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ভানুমিত দাশ ও লাকি রানী দাশ। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, কাঞ্চননগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকায় চারজন মরিচ ক্ষেত থেকে মরিচ তুলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। আহত মালতী দাশ ও শোভা রানী দাশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।