নড়াইলে পাসপোর্ট অফিসে যা পেল সেনাবাহিনী নড়াইলে পাসপোর্ট অফিসে যা পেল সেনাবাহিনী – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন

নড়াইলে পাসপোর্ট অফিসে যা পেল সেনাবাহিনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

পাসপোর্ট সেবাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলমান অবৈধ দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে নড়াইল সদর পাসপোর্ট অফিস এলাকা ঘিরে সেনাবাহিনীর একটি দল আকস্মিক অভিযান পরিচালনা করে, যেখানে অবৈধ মধ্যস্থতাকারীদের কার্যক্রম চিহ্নিত ও প্রতিহত করা হয়।

অভিযোগ ছিল, কিছু অসাধু ব্যক্তি সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করছিল, যা জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করে। সেনাবাহিনীর এই পদক্ষেপে এলাকাজুড়ে স্বস্তির আবহ তৈরি হয়।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

অভিযান চলাকালীন সেনাসদস্যরা পাসপোর্ট অফিসের অভ্যন্তরীণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং সেবা গ্রহণে স্বচ্ছতা নিশ্চিত করতে আহ্বান জানান। কর্মকর্তারাও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

সাধারণ মানুষকে সরকারি নিয়ম মেনে সেবা গ্রহণে উৎসাহিত করতে সেনাবাহিনী সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করে। স্থানীয় সূত্র জানায়, সেনাবাহিনীর উপস্থিতি অনেক দিন পর জনগণের মাঝে নিরাপত্তা ও আস্থার বার্তা নিয়ে আসে।

সেনাবাহিনী জানিয়েছে, সরকারি সেবা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

প্রেস বিজ্ঞপ্তি

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!