নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর জোট জি-সেভেন সম্মেলন শুরু হচ্ছে আজ। সম্মেলন থেকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন প্রত্যাশা করছেন, বিশ্বের দরিদ্র দেশগুলোর জন্য ১ বিলিয়ন ডোজ টিকা সরবরাহ সম্ভব হবে। তিনি নিজে ১০০ মিলিয়ন ডোজ টিকা বিতরণের প্রতিশ্রুতি দিয়েছেন।
জনসন বলেন, যুক্তরাজ্যের টিকাদান কর্মসূচির সাফল্যের ফলে আমরা একটি অবস্থানে যেতে পেরেছি। আমাদের কাছে টিকার উদ্বৃত্ত ডোজ রয়েছে এবং সেগুলো আমরা তাদের দেব যাদের এটা দরকার। আর এটা করার মাধ্যমে মহামারিকে পরাজিত করার পথে আমরা অনেক বড় একটি পদক্ষেপ নিতে পারব।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জি-সেভেন এর এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয় করোনা পরিস্থিতি থেকে উত্তরণ এবং একটি শক্তিশালী বৈশ্বিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা।
এদিকে জি-সেভেন সম্মেলন দিয়েই শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ৮ দিনের ইউরোপ সফর। সম্মেলনে যোগদানের আগেই বাইডেন ৫০০ মিলিয়ন ডোজ টিকা বিতরণের ঘোষণা দিয়েছেন।