নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
ড্রামট্রাকের চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক ও অটোরিকশার ২ আরোহী। ঘটনাটি ঘটেছে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায়। শুক্রবার সকালে এ দুর্ঘটনা হয়।
ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতরা হলেন অটোরিকশাচালক জুলহাস মিয়া এবং যাত্রী জহিরুল ইসলাম, মো. জালাল ও সাইফুল ইসলাম। নিহত আরেকজনের পরিচয় জানা যায়নি।
ওসি আরও জানান, আহত ২ জন ময়নামতি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি জানান, ড্রামট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। সে সময় কুমিল্লার ক্যান্টনমেন্টমুখী অটোরিকশাকে এটি চাপা দেয়। ঘটনাস্থলেই ৫ জনকে মৃত পাওয়া গেছে। স্থানীয়দের সহযোগিতায় আহত দুইজনকে হাসপাতাল পাঠানো হয়েছে। ট্রাকচালক দুর্ঘটনার পরপরই পালিয়েছে বলে জানান ওসি বেলাল।