স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়ায় টিকা নিতে গিয়ে লস্কার তমিজউদ্দিন (৩৮) নামে এক যুবক হাতুড়িপেটার শিকার হয়েছেন। আহত তমিজউদ্দিন পাচুড়িয়া গ্রামের মৃত আলাউদ্দিন লস্কারের ছেলে। পেশায় তিনি দলিল লেখক। তাঁকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। গণটিকাদান কর্মসূচির আওতায় প্রথম ডোজ টিকা নিতে গিয়ে শনিবার বেলা ১১টার দিকে পাচুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় টিকাকেন্দ্রে ওই ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন লস্কার তমিজউদ্দিন অভিযোগ করেন, টিকা নিতে তিনি লাইনে দাঁড়িয়েছিলেন। তাঁর সামনে ছিলেন মল্লিকপুরের মাসুম ঠাকুর। তিনি দুলাল ঠাকুরের ছেলে। টিকাকার্ডটি জমা দিতে আগে যেতে চাইলে বাধা দেন মাসুম। এ নিয়ে তাঁর সঙ্গে বাকবিত-া হয়। এরপর তিনি মোবাইলে কিছু লোক ডেকে আনেন। টিকা নেওয়ার পরেই ওই রুমের মধ্যেই মাসুমসহ আরও কয়েক যুবক প্রথমে কিল-ঘুষি মারেন। পরে হাতুড়ি দিয়ে পেটান। এরপর স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে আনে।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত শরীফ সাহাবুর রহমান বলেন, ওই মারামারির ঘটনা সঠিক। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, এরকম ঘটনা শুনেছি। পুলিশ পাঠিয়েছি।