নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:
পরাশক্তি রাশিয়ার সামরিক হামলা রুখে দিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির প্রতিরোধ যুদ্ধ তাকে এনে দিয়েছে বিশ্বনেতার মর্যাদা। একজন কমেডিয়ান থেকে প্রেসিডেন্ট, এরপর যুদ্ধকালীন নেতা। দেশবাসীর কাছে ৪৪ বছর বয়সী জেলেনস্কি তাদের সব প্রত্যাশার কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই নেতা ও ইউক্রেনের জন্য যুদ্ধ করা সেনাদের স্থান হয়েছে এবার টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে।
গত বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হামলার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেনে সামরিক হামলা শুরু করে রাশিয়া। কয়েক দিনের মধ্যে রুশ সেনাবহর চারদিক থেকে রাজধানী কিয়েভ ঘিরে ফেললেও প্রাণভয়ে দেশ ছাড়েননি জেলেনস্কি। এমনকি ইউক্রেনীয় সেনারাও পিছু হটেনি। লড়াই চালিয়ে যাচ্ছে তারা। এরই মধ্যে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ইউক্রেনের সঙ্গে লড়াইয়ে তাদের ২ হাজার সেনা হতাহত হয়েছে। ইউক্রেনের দাবি, রুশ হতাহতের সংখ্যা আরও অনেক বেশি।
কিয়েভের যুদ্ধাকালীন পরিস্থিতিতেও পশ্চিমাদের নিরাপদে সরে যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন জেলেনস্কি। বরঞ্চ পশ্চিমাদের এক অর্থে বাধ্য করেন ইউক্রেনীয়দের পাশে দাঁড়াতে। অস্ত্র দিয়ে সহযোগিতা করতে।
ইউক্রেনের বর্তমান পরিস্থিতির বিষয়গুলোকেই বিবেচনায় রেখে টাইম ম্যাগাজিন ইউক্রেনীয় যোদ্ধা ও দেশটির প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কিকে সম্মান জানিয়ে নতুন সংখ্যার প্রচ্ছদ করেছে।