নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:
পাঁচ ম্যাচের সিরিজ আগেই নিজেদের করে নিয়েছে টাইগারবাহিনী। চতুর্থ ম্যাচে শেষে সিরিজ নিশ্চিত হয় তাদের। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে তাই হারানোর কিছু নেই বাংলাদেশ দলের। এমন ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
শুক্রবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল চারটায় নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।
সিরিজের শেষ ম্যাচের একাদশে বেশ বড় পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। আগের চার ম্যাচে একই একাদশ নিয়ে খেলা বাংলাদেশ পঞ্চম ম্যাচের একাদশে এনেছে চার পরিবর্তন।
দলে এসেছেন সৌম্য সরকার, শামীম হোসেন, শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ। সাকিব আল হাসান, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন নেই আজকের একাদশে।
এ ম্যাচে নিউজল্যান্ড দলেও আছে একাধিক পরিবর্তন। টম ব্লানডেল, হামিশ ব্যানেট, ব্লেয়ার টিকনাররা একাদশে জায়গা হারিয়েছেন। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন স্কট কুগেলেইন, জ্যাকব ডাফি ও বেন সিয়ার্স।
বাংলাদেশ একাদশ:
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, শামীম হোসেন, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ
নিউজিল্যান্ড একাদশ:
ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, উইল ইয়াং, টম লাথাম, কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, জ্যাকব ডাফি, এজাজ পেটেল, বেন সিয়ার্স।
আরও পড়ুন: জয়ের লক্ষে আজও মাঠে নামবে টাইগারবাহিনী