জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি বাংলাদেশ – Narail news 24.com
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০১ অপরাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

জাতিসংঘ সাধারণ পরিষদের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। এক বছরের জন্য বাংলাদেশ এ দায়িত্ব পেল। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে বাংলাদেশ সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দেবে।

সোমবার (৭ জুন) জাতিসংঘ সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে বাংলাদেশ সহ-সভাপতি নির্বাচিত হ‌য়ে‌ছে। বাংলাদেশ ছাড়া এই অঞ্চল থেকে নির্বাচিত অন্যান্য সহ-সভাপতি হলো- কুয়েত, লাওস ও ফিলিপাইন।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বলেন, ‘উন্নয়ন, শান্তি, নিরাপত্তা ও মানবাধিকারের মতো বিভিন্ন বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশ তার অবদান বজায় রেখেছে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের ওপর যে আস্থা রাখে, এরই নির্বাচন তারই বহিঃপ্রকাশ।’

তিনি বলেন, ‘বাংলাদেশ বহুপাক্ষিকতার ধারক ও বাহক। বর্তমান বিশ্বের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে জাতিসংঘের নেতৃত্বের প্রতি বাংলাদেশ অবিচল বিশ্বাস রাখে।’

৭৬তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহিদ। ১৯৩টি সদস্যরাষ্ট্র নিয়ে গঠিত হয় জাতিসংঘ সাধারণ পরিষদ।

জাতিসংঘ সনদ অনুযায়ী আন্তর্জাতিক বিষয়াবলীতে পূর্ণাঙ্গ বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে সুচিন্তিত মতামত প্রদান ও নীতি নির্ধারণের ক্ষেত্রে জাতিসংঘের প্রতিনিধিত্বশীল অঙ্গ হিসেবে সাধারণ পরিষদ কাজ করে। সাধারণ পরিষদের প্রেসিডেন্টের সভাপতিত্বে নিউইয়র্কে জাতিসংঘ সদর সদফতরে প্রতিবছর সেপ্টেম্বর মাসে সাধারণ-পরিষদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

এর আগে ২০১৬-১৭ মেয়াদে বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে সহ-সভাপতি হিসেবে নেতৃত্ব দেয়।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
x