স্টাফ রিপোর্টার, নড়াইল
ঈদের ছুটি উপেক্ষা করে জনমানুষের জলাবদ্ধতা ও দুর্দশা লাঘবে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন পৌর মেয়র আঞ্জুমান আরা।
শনিবার পৌরসভার ভওয়াখালী রেলষ্টেশন এলাকা, ভওয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুপগঞ্জ বাজার এলাকা পরিদর্শন করেন।
এসময় জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা বাস-মিনিবাস শ্রমিকি ইউনিয়নের সভাপতি বিপ্লব বিশ্বাস বিলো, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত কয়েকদিনের বৃষ্টি কারনে পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। বর্তমানে ঈদুল আযহার ছুটি চলমান রয়েছে, ছুটির মধ্যেও পৌর মেয়র আঞ্জুমানারা কর্মচারিদের সাথে নিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন।