নড়াইলে চুরির ২২টি মোবাইল ফিরে পেয়ে খুশি  মালিকরা  নড়াইলে চুরির ২২টি মোবাইল ফিরে পেয়ে খুশি  মালিকরা  – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
সোমবার, ১৬ জুন ২০২৫, ১০:২৯ অপরাহ্ন

নড়াইলে চুরির ২২টি মোবাইল ফিরে পেয়ে খুশি  মালিকরা 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
ছবি: নড়াইল নিউজ ২৪.কম

স্টাফ রিপোর্টার, নড়াইল

নড়াইল জেলার ৪টি থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন ও প্রতারণায় খোয়া যাওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত তা মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) দুপুরে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল অফিসে উদ্ধার করা মোবাইল ফোন ও টাকা মালিকদের তুলে দেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আশরাফুল ইসলাম, জেলা গোয়েন্দা ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের ইনচার্জ মো. শাহ্ দারা খানসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ছবি: নড়াইল নিউজ ২৪.কম

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত এপ্রিল মাসে নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নুল আবেদীন, গৌতম কুমার পাল ও আলী হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নড়াইল জেলার ৪টি থানা এলাকায় হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ফোন ও প্রতারণায় খোয়া যাওয়া ১৮ হাজার টাকা উদ্ধার করেন। যা মঙ্গলবার দুপুরে নড়াইলের পুলিশ সুপার কাজী এহসানুল কবীর আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছ হস্তান্তর করেন।

এ সময় হারানো মোবাইল ফোন ও টাকা ফেরত পেয়ে ভুক্তভোগীরা বলেন, তারা এগুলো পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন, পুলিশ তাদের মোবাইল উদ্ধার করে আস্থার প্রতিদান দিয়েছেন। তারা তাদের মোবাইল খোয়া গেলে নিকটস্থ থানায় ঘটনার বিষয়ে জিডি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, নড়াইল টিমের সঙ্গে যোগাযোগ করেন। যার প্রেক্ষিতে তাদের হারানো মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়। এ সময় তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!