চলে যাও, চলে যাও, দেশকে রেহাই দাও – ফখরুল চলে যাও, চলে যাও, দেশকে রেহাই দাও – ফখরুল – Narail news 24.com
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে জেলা রোভার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মডেল স্কুলে রূপান্তরে লক্ষ্যে মতবিনিময় নড়াইলে কারাগারে ভিন্ন আঙ্গিকে নববর্ষ উদযাপন, বন্দীদের পান্তা-ইলিশে আপ্যায়ন নড়াগাতীতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা নড়াইলে খেজুর সন্ন্যাসী পূজা অনুষ্ঠিত  সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ প্রধান উপদেষ্টার নড়াইল জেলার গত ১৪ দিনে ৫ জনকে খুন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহতের ঘটনায় বাড়ি ভাংচুর-লুটপাট, অগ্নি সংযোগ নড়াইলে একজনকে কুপিয়ে হত্যা

চলে যাও, চলে যাও, দেশকে রেহাই দাও – ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলে যাও, চলে যাও, রেহাই দাও বাংলাদেশকে। আমাদের পরিষ্কার কথা, অবিলম্বে পদত্যাগ কর। বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী ‍উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

সভায় মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচন দিন। কীভাবে অধিকার আদায় করতে হয়, তা দেশের মানুষ জানে।

নিরপেক্ষ সরকারের দাবিতে আন্দোলনের জন্য দলের নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন আর সময় নেই। আগামী দিনের জন্য নিজেদের তৈরি করুন। আসুন, আমরা নিজেদের পায়ে শক্ত হয়ে দাঁড়াই। আসুন, আমরা জনগণকে আমাদের সঙ্গে নিয়ে আসি, জাতীয় ঐক্য সৃষ্টি করি।

ফখরুল বলেন, আওয়ামী লীগের বড়-ছোট-পাতি নেতাদের চলাফেরা, চাল-চলন দেখেছেন নিশ্চয়। রাতারাতি সব আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। তাদের হাতে যদি দেশ বেশিদিন থাকে, তাহলে দেশের অস্তিত্ব থাকবে না। চলে যাও, চলে যাও, রেহাই দাও বাংলাদেশকে। আমাদের পরিষ্কার কথা, অবিলম্বে পদত্যাগ কর।

তিনি বলেন, সাংবাদিকরা কিছু শক্ত করে লিখতে পারেন না। আমি তাদের দোষারোপ করি না, বরং সহমর্মিতা জানাই। কারণ লিখলে তো জেল, লিখলেই তো মামলা, লিখলেই তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, মৃত্যু ও হত্যা।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল বলেন, মনে হচ্ছে, করোনার সঙ্গে সম্ভবত এই সরকারের একটা আঁতাত রয়েছে। সরকারের প্রচার করা মৃত ও আক্রান্তের সংখ্যা দেখুন। যখনই তাদের প্রয়োজন পড়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়ে, আবার যখনই প্রয়োজন পড়ে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমে যায়। এই সমস্ত ভণ্ডামি করে কত দিন? ভেবেছেন অনেক তো পার পেয়েছি, এবার করোনার ওপর দিয়ে যদি কিছুদিন পার পাওয়া যায়।

মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় আলোচনায় সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, বিএনপি নেতা ইশরাক হোসেন প্রমুখ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
x