নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়তে পারে। ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পেলে আজই প্রজ্ঞাপন জারি করা হবে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী আজ মধ্যরাতে শেষ হবে পূর্ব ঘোষিত বিধিনিষেধ।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বিধিনিষেধ বাড়ানো বা তুলে দেওয়ার বিষয়ে সরকার চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে চাইছে। কারণ করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শঙ্কা হয়ে ঝুলে আছে। বিধিনিষেধ তুলে দিলে মানুষ বেপরোয়া হয়ে যেতে পারে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে খুবই উদ্বিগ্ন সরকার। এখন সীমান্ত এলাকাগুলোতে লকডাউন দেওয়া হচ্ছে। সেটা বহাল রাখার সঙ্গে বেশি সংক্রমিত এলাকায় লকডাউন আরোপ করা যেতে পারে। সে ক্ষেত্রে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি পতিপালনের ক্ষেত্রে জোর দেওয়াসহ কিছু বিধিনিষেধ তো থাকবেই।
উল্লেখ্য, প্রায় ৪৯ দিন বন্ধ থাকার পর গত এক সপ্তাহ ধরে অর্ধেক যাত্রী নিয়ে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন (বাস, ট্রেন ও লঞ্চ) চলছে। এর আগে বিধিনিষেধে একই জেলার মধ্যে গণপরিবহন চলতে পারতো। এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ ছিল।
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরো দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত আরো কঠোর বিধিনিষেধ দিয়ে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়। পরে তা কয়েক দফা বাড়িয়ে রোববার (৩০ মে) মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়।