নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
ওমানের মাসকাট থেকে ঢাকায় আসার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের পাইলট ক্যাপ্টেন নওশাদ হার্ট অ্যাটাক হয়েছে। এ ঘটনায় ফ্লাইটটি ভারতের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করছে। ‘ফ্লাইটটি ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ যাত্রী নিয়ে ঢাকায় আসছিল।বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ মোস্তফা কামাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘ফ্লাইটটি ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। আজ সকাল সাড়ে ১১টার দিকে বোয়িং ৭৩৭ বিমানটির হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
‘মাঝ আকাশে থাকার সময়ই ফ্লাইটটির ক্যাপ্টেন নওশাদ অসুস্থ হয়ে পড়লে নাগপুরে জরুরি অবতরণ করে। যতদূর জানতে পেরেছি, নওশাদের হার্ট অ্যাটাক হয়েছে। তবে যাত্রীরা সবাই সুরক্ষিত আছেন। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনার সময় উড়োজাহাজটি ভারতের রায়পুরের কাছে অবস্থান করছিল। পাইলট নওশাদ এ সময় অসুস্থ বোধ করলে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) রুমে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। এটিসি অনুমতি দিলে কাছাকাছি নাগপুর বিমানবন্দরে উড়োজাহাজটি জরুরি অবতরণ করা হয়।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, পাইলট নওশাদকে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা স্থিতিশীল।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ উল আহসান বলেন, ‘পাইলট নওশাদকে নাগপুরেই একটি হাসপাতালে নেয়া হয়েছে। উড়োজাহাজটি দেশে উড়িয়ে আনতে বিকল্প পাইলট ও ক্রু পাঠানো হচ্ছে।’