নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাস প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিলেন মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে। বুধবার বিকেলে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে শেখ রাসেলে পৌঁছান তিনি। চারটা ২২ মিনিটের দিকে খালেদা জিয়া টিকা দেয়া হয়।
খালেদা জিয়ার নিরাপত্তায় হাসপাতাল প্রাঙ্গণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মঙ্গলবার রাতেই বিএনপি থেকে জানানো হয়েছিল বুধবার দ্বিতীয় ডোজ টিকা নিতে যাবেন খালেদা জিয়া।
গত ১৯ জুলাই একই মর্ডানার প্রথম ডোজ টিকা নেন খালেদা জিয়া। ওই দিন হাসপাতাল প্রাঙ্গণে ব্যাপক জনসমাগম হওয়ায় হাসপাতালের বাইরে গাড়িতেই টিকা দেয়া হয় তাকে।
টিকা নেয়ার আগেই করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। গত ১৪ এপ্রিল তার করোনায় আক্রান্তের খবর আসে সংবাদমাধ্যমে।
করোনায় আক্রান্ত হওয়ার পর প্রথম দিকে বাসায় থেকেই চিকিৎসা নেন খালেদা। পরে নানা শারীরিক সমস্যা দেখা দিলে ২৭ এপ্রিল তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গত ৯ মে তার করোনা পরীক্ষায় ‘নেগেটিভ’ আসে।
তারপরও শারীরিক সমস্যা থাকায় প্রায় দেড় মাস হাসপাতালে থাকতে হয় খালেদা জিয়াকে। কিছুদিন সেখানকার করোনারি কেয়ার ইউনিটেও (সিসিইউ) রাখা হয়েছিল তাকে। ৫৪ দিন চিকিৎসা শেষে ১৯ জুন গুলশানের বাসায় ফেরেন আসেন তিনি।
খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে দল থেকে জানানো হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রীর আর্থ্রাইটিস, ডায়াবেটিস, হাঁটুর জটিলতা ছাড়াও নানা ধরনের শারীরিক সমস্যা রয়েছে। ২০১৭ সালে যুক্তরাজ্যে তার চোখেও অপারেশন করা হয়।