নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
দেশের উন্নয়ন-অগ্রগতি অনেকে দেখেও দেখে না, বুঝেও বুঝে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, তাদের (বিএনপি) রাজনীতির শুধু খালেদা জিয়ার স্বাস্থ্যে আটকে আছেন। মঙ্গলবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতি, বাংলাদেশ আয়োজিত দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত তফাজ্জল হোসেন মানিক মিয়ার স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে তারা সব সময় চিন্তিত। তাদের রাজনীতিকরা শুধু বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আবর্তিত হয়েছে। দেশের মানুষের স্বাস্থ্য উন্নয়ন অগ্রগতি নিয়ে তারা চিন্তা করে বলে মনে হয় না।
তফাজ্জল হোসেন মানিক মিয়াকে স্মরণ করে তিনি বলেন, একটা সময় ছিল যখন পত্রিকা বলতে ইত্তেফাকসহ দুয়েকটি পত্রিকাকেই বুঝাত। তবে সেগুলোর মধ্যে ইত্তেফাক সবচেয়ে বেশি প্রমিনেন্ট ছিল। তখন মানুষের শোষণ বঞ্চনা তুলে ধরা ও জনগণকে প্রতিবাদমুখর করার ক্ষেত্রে ইত্তেফাকের ভূমিকা ছিল অনবদ্য। আর সেই ইত্তেফাকের সম্পাদক ছিলেন তফাজ্জল হোসেন মানিক মিয়া। তাই, স্বাধীনতার ৫০ বছরে এসে আজকে তফাজ্জল হোসেন মানিক মিয়া প্রতি শ্রদ্ধা জানাই।
হাছান মাহমুদ বলেন, স্বাধীনতার ৫০ বছর পর যে স্বপ্ন রেখে গেছেন সেটি আজ পূরণ হয়েছে। বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। বাংলাদেশ সমস্ত সূচকের পাকিস্তানকে পেছনে ফেলেছে। মানব উন্নয়ন সূচক, সামাজিক ও অর্থনৈতিক সূচকসহ সব সূচকেই পেছনে ফেলেছে। আমরা যখন স্বাধীন হই তখন পশ্চিম পাকিস্তান আমাদের তুলনায় ৭০ ভাগ ধনী ছিল। আমাদের অনেক সূচক ভারতকেও ছাড়িয়ে গেছে। আজকের নিউইয়র্ক ভিত্তিক ম্যাগাজিন ব্লুমবার্গ একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ব্লুমবার্গে প্রকাশিত আজকের আর্টিকেলটি তাকে পড়ার অনুরোধ জানাচ্ছি। এরপর আমাদের সমালোচনা করুন।
স্মরণ সভায় আরও উপস্থিত সমিতির সহ-সভাপতি নাসিরুল হকসহ প্রমুখ।