কালিয়া প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার জামরিলডাঙ্গায় সালেহা বেগম (৭৫) নামে এক বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীররাতে পেড়লি ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম জামরিলডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ খন্দকারের স্ত্রী।
জানাগেছে, সালেহা বেগম শুক্রবার রাতের খাবার খেয়ে ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়েন। গভীররাতে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে। কিছুদিন আগে তার এক ছেলেকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে।
কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপালে পাঠানো হয়েছে।