স্টাফ রিপোর্টার:
নড়াইলের কালিয়ায় উপজেলায় “খড়লিয়ায় গুচ্ছগ্রাম সরকারি পুকুর পুন:খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। সোমবার জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) প্রকল্পের বাস্তবায়নে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করে জেলা মৎস্য কর্মকর্তা এইচ এম বদরুজ্জামান। অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় বক্তব্য রাখেন কালিয়া উপজেলা চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল হুদা প্রমূখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।