কালিয়ায় মসজিদের ইমামকে মারধরের ঘটনায় গুলিবর্ষণ, অস্ত্রসহ আটক ৫ কালিয়ায় মসজিদের ইমামকে মারধরের ঘটনায় গুলিবর্ষণ, অস্ত্রসহ আটক ৫ – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন

কালিয়ায় মসজিদের ইমামকে মারধরের ঘটনায় গুলিবর্ষণ, অস্ত্রসহ আটক ৫

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫

স্টাফ রিপোর্টার, কালিয়া

নড়াইলের কালিয়ায় মসজিদের ইমামকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে সরদার ও শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘঠেছে। এ সময় মসজিদের ভিতর কালিয়া পৌর আওায়মী লীগের সভাপতি সরদার মুজিবুর রহমান লক্ষ্য করে গুলি চালায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৬ মে) জুম্মার নামাজের পর উপজেলার হামিদপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের জামে মসজিদে এই হামলার ঘটনা ঘটে।

সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র, ও ১৩ রাউন্ড গুলি, ৩টি টেটা, ১টি হকিস্টিক, ৩টি রামদা, ২টি কুড়াল ও ১টি ছুরি উদ্ধার সহ পৌর আওয়ামী লীগের সভাপতি সহ পাঁচজনকে আটক করেছে।

আটককৃতরা হলেন-কালিয়া পৌর এলাকার কুলসুর গ্রামের মৃত আলতাফ হোসেন সরদারের ছেলে কালিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি সরদার মুজিবুর রহমান এবং তার ছেলে শুভ সরদার। এছাড়া অন্যরা হলেন, একই গ্রামের মৃত আনোয়ার সরদারের ছেলে সাইমুন সরদার, মৃত আকরাম সরদারের ছেলে নান্নু সরদার ও হাবিবুর রহমান সরদারের ছেলে দীপ সরদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবুপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি রমজান আলীকে গত বুধবার (১৪ মে) আসর নামাজের পর মারধর করে সরদার বংশের রশিদ সরদার। মারামারির ঘটনায় আজ জুমার নামাজের পর মসজিদের ভিতর ওই বিষয়ে কথাকাটির একপর্যায়ে সরদার এবং শেখ বংশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরবর্তীতে সরদার বংশের মুজিবুর রহমান সরদার মসজিদের ভিতর আগ্নেয়াস্ত্র দিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান,‘বর্তমানে এলাকা শান্ত রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

 

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!