নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:
এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পুজা ব্যানার্জিকে এখন আর অভিনয়ে দেখা যায়না খুব একটা। গেল দুদিন আগে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম ‘হইচই’ – এ মুক্তি পাওয়া ‘পাপ’- এর দ্বিতীয় সিজনে কেন্দ্রীয় পার্বণী ওরফে পারু চরিত্রে অভিনয় করেছেন পূজা। কলকাতার মেয়ে হলেও তিনি থাকেন মুম্বাইয়ে। কলকাতায় মাঝেমধ্যে আসেন বাবা-মাকে দেখতে। সেইসঙ্গে কলকাতার শোবিজে কাজের টানে।
সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন তার কাজ ও অনূুভূতির নানা কথা। কাস্টিং কাউচের অভিজ্ঞতা জানাতে গিয়ে পূজা জানান, বহুবার কাস্টিং কাউচের মুখোমুখি হয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘একাধিকবার আমাকে বিব্রত হতে হয়েছে। তবে টলিউডে নয়। বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। কিন্তু আমি কখনোই কোনো অন্যায় আবদারকে প্রশ্রয় দিইনি। ভালো কাজের লোভে কারো সঙ্গে বিছানায় যেতে পারবো না।
এমন অনেককেই চিনি যারা কাজ পাওয়ার আশায় ভুল পথে হেঁটেছেন। কিন্তু শেষমেশ কাজ না পেয়ে ‘মিটু’ অভিযোগ এনেছেন। মেয়েরা মুখ বুজে অন্যায় মেনে নেয় বলেই এই ধরনের শোষণ করার সাহস পায় কিছু মানুষ। প্রতিবাদ করতে শুরু করলেই ছবিটা কিছুটা হলেও বদলাবে।’
অভিনেত্রী হিসেবে খোলামেলা দৃশ্যে কতটা স্বাচ্ছন্দবোধ করেন জানতে চাইলে পূজা বলেন, ‘আমি নিজে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে খুব একটা স্বাচ্ছন্দবোধ করি না। কিন্তু আমি মনে করি, চিত্রনাট্যের প্রয়োজনে খোলামেলা দৃশ্যে অভিনয়ে আপত্তি থাকা উচিত নয়। কিন্তু জোর করে যদি সাহসী দৃশ্য দেখানোর চেষ্টা করা হয়, সেটা আমার চোখে ভুল।’