নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কোনো প্রকার ঝুঁকি না নিতে নির্দেশ দিয়েছেন । মন্ত্রিসভা বৈঠক শেষে সোমবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সোমবার জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভা বৈঠক।
সচিব জানান, করোনাভাইরাস প্রতিরোধে স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিদের বলা হয়েছে, তারা আলাপ আলোচনার ভিত্তিতে এলাকাভিত্তিক লকডাউন বা বিধিনিষেধ কার্যকর করতে পারবে।
‘প্রধানমন্ত্রীসহ সরকারের সিদ্ধান্ত যদি উনারা মনে করেন কোনো এলাকা তারা লক করে দেবেন, তারা স্থানীয়ভাবে আলোচনা করে সবাই মিলে ব্লকড করে দিতে পারবেন।’
প্রধানমন্ত্রী নির্দিষ্ট করে কী বলেছেন জানতে চাইলে সচিব বলেন, ‘উনি বলেছেন, কোনো রকম রিস্ক না নিতে। যেখানে যারা কমফোর্টবল মনে করবেন, তারা যেন সেখানে ব্লক করে দিয়ে, থামানোর চেষ্টা করতে।’
সচিব বলেন, সারাদেশে এখন একভাবে করোনা ছড়াচ্ছে না।
‘আমরা মূলত উত্তরবঙ্গ—গতকাল, পরশু থেকে দিনাজপুরে সংক্রমণ বেড়েছে বলে মনে হচ্ছে। যশোরের সাইডে কমে আসছে। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জে অনেকটা কমে আসছে।’
দেশজুড়ে চলা চলমান লকডাউন নিয়ে সরকারের ভাবনা জানতে চাইলে তিনি বলেন, দেখি। আরও দুদিন আছে।
এটা আরও বাড়ানো হতে পারে কি না জানতে চাইলে সচিব বলেন, ‘দেখা যাক।’
রাশিয়া ও চীনের টিকা নিয়ে অগ্রগতি আছে জানালেও, স্পষ্ট করে কিছু বলতে চাননি খন্দকার আনোয়ারুল ইসলাম।
‘আলোচনা চলছে। ইনশাল্লাহ, ভালো কিছু একটা হবে। দেখা যাক।’
এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় কথা বলবে বলে জানান তিনি।
টিকার উৎপাদন নিয়েও প্রশ্ন রাখা হয় সচিবের কাছে।
তিনি বলেন, ‘উৎপাদন বিষয়ে প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমরাও চেষ্টা করছি, আমাদের বিভিন্ন যে সব ফার্মাসিউটিক্যালস আছে, কার কত ক্যাপাসিটি সেটা আলোচনা করছি। বাইরে থেকেও আমরা প্রস্তাব পাচ্ছি, এখানে যদি উৎপাদন করা যায়, তারা আগ্রহী।’