নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:
হঠাৎ করেই অসুস্থ জুন আন্টি নামে পরিচিত ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী উষসী চক্রবর্তী। গায়ে জ্বর এবং সঙ্গে মাথা ব্যথা। জানা গেছে, সোমবার (৭ জুন) করোনাভাইরাসের টিকা নিয়েছেন উষসী। টিকা নেওয়ার ছবি নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন। এরপর থেকেই অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় সিরিয়ালের এই অভিনেত্রী।
লকডাউনের কারণে বন্ধ শুটিং। অনেকে নিজ নিজ বাড়িতে শুটিং চালু রাখলেও শিগগির মাঠে ধারাবাহিক নাটকের (সিরিয়াল) শুটিং শুরু করতে চান নির্মাতারা। তাই খুব দ্রুত গতিতে চলছে শুটিংয়ের সঙ্গে জড়িতদের টিকাদান কার্যক্রম। তারই মধ্যে টিকা নিয়ে অসুস্থ হয়ে পড়লেন জুন আন্টি। অসুস্থতার কারণে এদিন বাড়ি থেকে ‘শ্রীময়ী’ ধারাবাহিকের জন্য শুটিং করেও পাঠাতে পারেননি তিনি।
ভারতীয় এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে উষসী নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন। তিনি বলেন, গায়ে ভীষণ ব্যথা, ১০১ জ্বর এসেছিল। উঠে বসার ক্ষমতা নেই। তবে ওষুধ খেয়েছেন। আশা করছেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন। টিকা নিয়ে অসুস্থ হয়েছেন বলে একফোটাও আফসোস নেই তার। বরং টিকা নিয়ে বেজাই খুশি। তিনি সবাইকে টিকা নেওয়ার জন্য অনুরোধ করেছেন।
‘স্টার জলসা’র ধারাবাহিক ‘শ্রীময়ী’তে প্রায় দুই মাস দেখা যায়নি জুন আন্টিকে। এদিকে বিগত কয়েক সপ্তাহে ‘শ্রীময়ী’ ধারাবাহিকের টিআরপি রেটিং অনেকটা পড়ে গেছে। সংশ্লিষ্টদের ধারণা, জুন আন্টি ছিল না বলেই দর্শক সংখ্যা কমে গিয়েছিল। তবে একথা মানতে নারাজ উষসী। তিনি মনে করেন, এই ধারাবাহিকের প্রতিটি চরিত্রই শক্তিশালী।