নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:
গত বছরের মার্চে করোনায় প্রথম মৃত্যু দেখে যুক্তরাজ্য। তারপর থেকে প্রথমবার মৃত্যুশূন্য দিন (১ জুন) পার করলো দেশটি। একদিনে কেউ মারা না যাওয়ায় যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এক প্রতিক্রিয়ায় বলেছেন, এই সংবাদ শুনে সারা দেশ ‘ভীষণ আনন্দিত’ হবে। তিনি বলেন, ‘ভ্যাকসিন নিশ্চিতভাবে কাজ করছে – আপনাকে, আপনার আশপাশের মানুষকে ও আপনার প্রিয়জনকে সুরক্ষা দিচ্ছে।’
ডিসেম্বরে করোনার যুক্তরাজ্য ভ্যারিয়েন্ট ‘আলফা’ শনাক্ত হওয়ার পর দেশটিতে করোনা সংক্রমণ বাড়তে থাকে। তবে একই সময় চলতে থাকে টিকাদান কর্মসূচি। দেশটিতে প্রাপ্তবয়স্কদের মধ্যে এক তৃতীয়াংশের বেশি মানুষ ইতোমধ্যে ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন। তার সুফলও পেতে শুরু করেছে ধীরে ধীরে।
তবে এখনই উচ্ছাসিত না হওয়ার আহ্বান জানিয়ে হ্যানকক বলেন, ‘নিঃসন্দেহে এই ভালো খবরের পরেও আমরা জানি যে ভাইরাসটিকে আমরা এখনও পরাজিত করতে পারিনি। যেহেতু শনাক্তের সংখ্যা বেড়ে চলছে, তাই হাত, মুখ, ফাঁকা জায়গা এই বিষয়গুলোর কথা মনে রাখতে হবে। যখন ভবনের ভেতরে থাকবেন সতেজ বাতাস ভেতরে প্রবেশ করতে দিন এবং অবশ্যই, যখন আপনি পারবেন তখন উভয় ডোজ ভ্যাকসিন নিয়ে নিন।’
এদিকে একদিনে মৃত্যু সংখ্যা না থাকলেও ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে যুক্তরাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। গত সাতদিন ধরে শনাক্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে যাচ্ছে।
পাবলিক হেলথ ইংল্যান্ডের পরিচালক চিকিৎসক ইভোন ডয়েল বলেছেন, মৃত্যুশূন্যের বিষয়টি আশাব্যঞ্জক। তবে শনাক্তের সংখ্যা যেহেতু আবার বাড়ছে তাই সবাইকে দ্রুত ভ্যাকসিন নিতে পরামর্শ দেন তিনি।