স্টাফ রিপোর্টার:
করোনা প্রতিরোধে সরকার যখন দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রকার কোচিং সেন্টার প্রজ্ঞাপন জারি করে বন্ধ রেখেছে ঠিক তখনি নড়াইলে সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছেন বিপ্লব কোচিং সেন্টার। শহরের আশ্রম সড়কে এ কোচিং সেন্টারে সকাল-বিকাল ৩০ জন ছাত্র – ছাত্রী নিয়ে কোচিং চলছে বলে শিক্ষার্থীরা জানিয়েছে।
বিপ্লব কোচিং সেন্টারের ৩০ জন ছাত্র- ছাত্রী ছবি -নড়াইল নিউজ ২৪.কম
বিপ্লব কোচিং সেন্টারের পরিচালক বিপ্লব কোচিং চালানোর বিষয়টি স্বিকার করে নড়াইল নিউজ ২৪.কমকে বলেন, সবাই তো পড়াচ্ছে তাই আমি ও অল্প কয়জনকে পড়াই।
জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর(এনডিসি) মো: জাহিদ হোসেন বলেন, এরকম কোন বিষয় আমাদের জানানেই। বিষয়টি খোঁজ নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অপরদিকে ,নড়াইলে স্বাস্থ্যবিধী না মানায় বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ২৪ জন এবং লোহাগড়ায় ৫ জন রয়েছে। জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে সিভিল সার্জন নাছিমা আকতার স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: নড়াইলে বাড়ছে করোনা