নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে নিয়ে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির কারণে বহনকারী বিমানটি জরুরি অবতরণ করেছে। দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর গুয়াতেমালায় যাচ্ছিলেন কমলা।
ওয়াশিংটনে জয়েন্ট বেস অ্যান্ড্রুসে ফিরে আসার পর বিমান থেকে নামেন কমলা হ্যারিস। সেখানে সাংবাদিকদের কমলা হ্যারিস বলেন, আমি ভালো আছি। আমরা সবাই প্রার্থনা করেছি এবং সবাই ভালো আছি।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গুয়াতেমালায় নিরাপদে পৌঁছেছেন কমলা হ্যারিস। তার মুখপাত্র সায়মন স্যান্ডার্স বলেন, গন্তব্যে পৌঁছাতে তার খুব বেশি দেরি হয়নি। উড়োজাহাজে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় জয়েন্ট বেস অ্যান্ড্রুসে ফিরিয়ে নেওয়া হয়। তবে বড় ধরনের কোনো বিপদের আশঙ্কা নেই।
এ সপ্তাহে কমলা হ্যারিস গুয়াতেমালা ও মেক্সিকো সফর করবেন। করোনাভাইরাসের সংক্রমণের কারণে এই দেশগুলো ক্ষতিগ্রস্ত। কমলা হ্যারিস এই অঞ্চলের অভিবাসনের সমস্যা নিয়ে কাজ করবেন। সূত্র- এএফপি