ঈদে মুক্তি পাবে ‘লিডার, আমিই বাংলাদেশ’ ঈদে মুক্তি পাবে ‘লিডার, আমিই বাংলাদেশ’ – Narail news 24.com
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫০ অপরাহ্ন

ঈদে মুক্তি পাবে ‘লিডার, আমিই বাংলাদেশ’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:

রাজধানীর উত্তরায় শুরু হয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং। মঙ্গলবার দুপুর ১টায়স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত মহরতের মধ্য দিয়ে শুটিং শুরু করেন সিনেমায় জুটি হওয়া অভিনয়শিল্পী শাকিব খান ও শবনম বুবলী।

অনুষ্ঠানে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক ও সিনেমাটির প্রযোজক সৈয়দ আশিক রহমান বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আজ আমরা শুটিং শুরু করতে পেরেছি। স্বাস্থ্যবিধি মেনে টানা ৩০দিন শুটিং করার পরিকল্পনা আমাদের। পরের ৩০ দিন চলবে পোস্ট-প্রোডাকশন। আগামী ঈদুল আযহায় বাংলাদেশসহ আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি রিলিজ হবে ইনশাআল্লাহ।’

পরিচালক তপু খান বলেন, ‘ইতিমধ্যেই আমরা নায়ক শাকিব খান এবং নায়িকা বুবলীর সিনেমার লুক প্রকাশ করেছি। সবকিছুই  প্রস্তুতি এবং পরিকল্পনা মাফিক করছি। আশা করছি সামনের দিনগুলোতেই সবকিছু ঠিক মতে পারব।’

সিনেমার নায়ক শাকিব খান বলেন, ‘বেঙ্গল মাল্টিমিডিয়া এবং আমার পরিচালক প্রতিটি কাজ যেভাবে যত্ন নিয়ে করছে তা সত্যিই প্রশংসাযোগ্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সিনেমাটি সুন্দরভাবে করতে পারি।’

নায়িকা বুবলী বলেন, ‘শুরু থেকেই সবকিছু সুন্দরভাবে হচ্ছে দেখে আমি খুবই আশাবাদী। এই সিনেমায় আমার চরিত্রগুলো খুবই চ্যালেঞ্জিং। সেভাবেই নিজেকে তৈরি করেছি।’

মহরত অনুষ্ঠানে এছাড়াও নিজেদের অনুভূতি প্রকাশ করেন সিনেমাটির নির্বাহী প্রযোজক দেওয়ান শামসুর রকিব, অভিনয়শিল্পী মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। কিন্তু করোনার কারণে এতদিন শুটিং শুরু করা যায়নি।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
x