নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের পশ্চিমাঞ্চলের লাহজ প্রদেশে সোমবার নৌকাডুবিতে শত শত আফ্রিকান অভিবাসী মারা গেছে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় এক সরকারি কর্মকর্তা আরব নিউজকে বলেন, লাহজের রাস আলারা এলাকা থেকে জেলেরা কমপক্ষে ২৫টি মৃতদেহ উদ্ধার করেছে। এ ছাড়াও আরও মৃতদেহ পাওয়া যাচ্ছে।
ওই কর্মকর্তা বলেন, ‘আমরা জানি না সেখানে কি ঘটেছে।তবে সেখানে সমুদ্র থেকে জেলেরা অভিবাসীদের ২৪টি মরদেহ উদ্ধার করেছে।’
স্থানীয় এক কোস্ট গার্ড সদস্য আরব নিউজকে বলেন, নৌকাডুবির ঘটনায় তিন শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। স্থানীয়রা অনেক মরদেহ সঙ্গে সঙ্গে কবর দিয়ে দিয়েছেন।
আদেনভিত্তিক আল আইয়ান পত্রিকা জানাচ্ছে, রাস আলারা এলাকায় জেলেরা দেড় শতাধিক অভিবাসীর মরদেহ পানিতে ভাসতে দেখে। অভিবাসীবাহী নৌকা একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়, ওই নৌকায় ৪০০ আফ্রিকার অভিবাসী ছিলেন। আফ্রিকার হর্ন থেকে নৌকাটি ইয়েমেনের উপকূলের দিকে যাচ্ছিল। মৃতদের মধ্যে চারজন ইয়েমেনি রয়েছেন।
টুইটারে পোস্ট করা একটি বার্তায় জাতিসংঘের অভিবাসন সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, তারা মৃত্যুর বিষয়টি ছাড়াও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
নৌকাডুবির বিষয়টি স্বীকার করে আইওএম জানায়, উদ্ধার কাজের জন্য তাদের দল শুরু থেকেই কাজ করছে।
আগে থেকে ইয়েমনসহ ইউরোপের দেশগুলোতে নৌপথে অভিবাসী যাওয়ার ঘটনা ঘটে আসছে। তবে করোনাভাইরাস মহামারি শুরুর পর এই সংখ্যা বেড়েছে। এখন ইয়েমেনসহ ওই অঞ্চলে সবচেয়ে বেশি অভিবাসী যাচ্ছে আফ্রিকা থেকে।
এই পথে পাড়ি দিতে গিয়ে অসংখ্য অভিবাসীর মৃত্যু হয়েছে।