নড়াইল নিউজ ২৪.কম স্পোর্টস ডেস্ক:
তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে উদ্বোধনী ম্যাচে ইতালির শুরুটা হলো দুর্দান্ত। শুক্রবার রাতে রোমের স্তাদিও অলিম্পিকোয় বল দখলে রেখে ১৭ মিনিটে ইতালি প্রথম আক্রমণে যায়। যদিও ইনসিনিয়ের জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়।
গোলশুন্য স্কোরলাইন রেখে বিরতির পর ইতালির ভাগ্য খুলে। ৫৩ মিনিটে প্রথম গোল আসে। বেরার্দির ক্রসটি তুরস্কের মেরি ডেমিরাল ক্লিয়ার করতে গিয়ে জালে জড়িয়ে দেন।
৫৭ মিনিটে ব্যবধান বাড়তে পারতো। লোকাতেল্লির বক্সের বাইরে থেকে নেওয়া শট গোলকিপার ঝাপিয়ে পড়ে রক্ষা করেন। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। স্পাইনোজোলার শট গোলকিপার ফিরিয়ে দিলে ফিরতি বলে ইমোবিলে লক্ষ্যভেদ করতে ভুল করেননি।
৭৯ মিনিটে ৩-০। ইনসিনিয়ে ফাঁকায় থেকে বক্সের ভিতরে সহজেই লক্ষ্যভেদ করেছেন। এই নিয়ে রবার্তোর মানিচিনির দল টানা ২৮টি আন্তর্জাতিক ম্যাচে অপরাজিত থাকলো।
১৯৬৮ সালের ইউরোতে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। ২০০০ ও ২০১২ সালে হতে হয়েছে রানার্সআপ। ফিফা র্যাঙ্কিংয়ে ইতালির অবস্থান ৭-এ। তুরস্ক ২৯তম। এবারের ইউরো চ্যাম্পিয়নশিপ হওয়ার কথা ছিল গত বছরই। কিন্তু করোনাভাইরাসের কারণে তা হতে পারেনি। এবার করোনা সামলে ইউরোপের সবচেয়ে বড় প্রতিযোগিতা মাঠে গড়ালো।