স্টাফ রিপোর্টার:
নড়াইলের কালিয়া উপজেলার চাঁচুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মেলজার হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে চাঁচুড়ী বাজারের এক মুদি ব্যবসায়ীর সঙ্গে অসদাচরণও ধমক দিয়ে অর্থ দাবির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে চাঁচুড়ী বাজারের ‘মা’ কনফেকশনারী দোকানে গিয়ে চাঁচুড়ী ইউপি চেয়ারম্যান মেলজার হোসেন ভূঁইয়া এক প্যাকেট সিগারেট ও এক হাজার টাকা চান। এ সময় দোকানের মালিক লিমন শেখের ভাগ্নে জনৈক সৌরভ সিগারেট দিলেও নগদ টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এতে রেগে গিয়ে চেয়ারম্যান মেলজার হোসেন ভূঁইয়া ওই দোকানিকে ধমক দিয়ে গালাগাল করতে শুরু করেন। এরপরে চেয়ারম্যান সৌরভের মুঠোফোনে দোকানের প্রকৃত মালিক লিমনের সঙ্গে কথা বলেন। তার নিকটও চেয়ারম্যান টাকা দাবি করে ধমক দেন। এ সময় দোকান বন্ধ করে দেওয়ারও হুমকি দেন তিনি।
এক পর্যায়ে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনতা জড়ো হলে এ সময় তিনি উপস্থিত সাধারণ মানুষের সঙ্গেও অসদাচরণ করেন বলেও অভিযোগ ওঠে। পরে লোকজন বিক্ষুব্ধ হলে চেয়ারম্যান সটকে পড়ে।
মুদি দোকানি মো.লিমন শেখ বলেন,‘ঘটনার সময় আমি বাইরে ছিলাম। চাঁচুড়ী ইউপি চেয়ারম্যান মেলজার হোসেন ভূঁইয়া আমার কাছে কোন টাকা পাবেনা। এরপরও তিনি আমার ভাগ্নেকে ধমক দিয়ে বলেছে এবং মুঠোফোনে টাকা দাবি করেন। তার এ ধরনের অসদাচরণ খুবই দুঃখজনক। ’
অভিযুক্ত চাঁচুড়ী ইউপি চেয়ারম্যান মেলজার হোসেন ভূঁইয়া বলেন, ‘এ ধরণের ঘটনার সাথে আমি জড়িত নই। কিছু লোক আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টায় লিপ্ত আছে বলে দাবি করেন তিনি।’