আসছে ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ এর সিক্যুয়েল আসছে ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ এর সিক্যুয়েল – Narail news 24.com
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১০ অপরাহ্ন

আসছে ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ এর সিক্যুয়েল

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ জুন, ২০২১

 নড়াইল নিউজ ২৪.কম  বিনোদন ডেস্ক:

গেল বছরের মাঝামাঝি সময়ে ইউটিউবে অবমুক্ত হয়েছিলো কমেডি ড্রামা ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’। রাজীব আহমেদের গল্প ও রুবেল হাসানের নির্মাণে এতে অভিনয় করেছিলেন জিয়াউল ফারুক অপূর্ব ও মেহ্জাবীন চৌধুরী। প্রচারে আসার পর থেকেই নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। এরইমধ্যে নাটকটি প্রায় দেড় কোটি ভিউ অতিক্রম করে।

দর্শকদের আগ্রহের কারণে এবার নির্মিত হচ্ছে নাটকটির সিক্যুয়েল। এবার নাম রাখা হয়েছে ‘মিস্টার এন্ড মিসেস চাপাবাজ’ (পার্ট-২)।

নির্মাতা রুবেল হাসান বলেন, ‘মিস্টার এন্ড মিস চাপাবাজ’ নাটকটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছেন। এরপর থেকেই এটির সিক্যুয়েল নির্মাণের অনেক অনুরোধ পেয়েছি। একটা কাজ যখন দর্শকরা বেশি পছন্দ করেন তখনই সেটির সিক্যুয়েল দেখতে চান। সেই জায়গা থেকেই আমাদের এই প্রয়াস।

তিনি আরো বলেন, আগের গল্পে দুই চাপাবাজের কাছে আসার গল্প দেখানো হয়েছিলো। এবার দেখানো হবে বিয়ের পরবর্তী অংশটুকু। আগের দুই চাপাবাজ এখন কেমন আছে, সেটাই দেখতে পাবে দর্শকরা। আশা করি আগের কাজটির মতো এটিও সবার ভালো লাগবে।

এতে অপূর্ব, মেহ্জাবীন ছাড়া আরো অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, শামীমা নাজনীন, ইভান সাইর প্রমুখ।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
x