নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:
বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় করছেন শিল্পীরা।চলচ্চিত্র শিল্পীদের আনাগোনা এখন আগের তুলনায় অনেক বেশি। কারণ আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ‘চলচ্চিত্র শিল্পী সমিতি’র নির্বাচন। এবার দু’টি প্যানেলে নির্বাচন হতে যাচ্ছে। একটি ‘ইলিয়াস কাঞ্চন-নিপুণ’ ও অন্যটি ‘মিশা-জায়েদ’ প্যানেল।
এফডিসিতে ভিন্ন সময়ের পর্যবেক্ষণে বুঝা যাচ্ছে যে এবারের নির্বাচনে হাড্ডা হাড্ডি লড়াই হবে। তবে অনেকেরই ধারণা এবারের নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলের জয়-জয়কার হতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে আগামী ২৮ জানুয়ারির নির্বাচন।
শিল্পী সমিতির একটি কোণে দাঁড়িয়ে গল্প করছিলেন চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়ক নিরব, চিত্রনায়িকা শাহনূর, খল-অভিনেতা ডন। সেখানে হঠাৎ মুখোমুখি হন মিশা সওদাগর। রিয়াজ ও মিশা সওদাগর বেশ হাস্যোজ্জ্বল সময় কাটান। এ সময় দুই প্যানেলের অনেকেই তাদেরকে ঘিরে উপস্থিত ছিলেন। সে সময় আবার ইলিয়াস কাঞ্চন শিল্পী সমিতির সামনে বসে নিজের প্যানেলের জন্য ভোটারদের সঙ্গে কথা বলেন।
রিয়াজ মিশা সওদাগরকে উদ্দেশ্য করে বলেন,‘ভাইজান, আমাদের দিকে একটু খেয়াল রাইখেন।’ প্রত্ত্যুত্তরে মিশা সওদাগর বলেন,‘ আমরা সবাই শিল্পী। প্রত্যেকেই প্রত্যেকের পাশে আছি, থাকবো।’
বিকেল গড়িয়ে যখন প্রায় সন্ধ্যা ঠিক সেই সময় শিল্পী সমিতির প্রাঙ্গনে আসেন নিপুণ। নিপুণ’কে ঘিরেই তখন জমে উঠে আড্ডা। প্রত্যেক শিল্পীর সঙ্গেই নিপুন ভীষণ আন্তরিকতা নিয়ে কথা বলেন। পাশে থাকা শাহনূর বলেন,‘ শিল্পীদের জন্য নিবেদিত হয়ে কাজ করে যেতে চাই। শিল্পী সমিতি আমার আরেকটি পরিবার, এই পরিবারের প্রত্যেকের সুখে দু:খে পাশে থাকতে চাই।’
এবারের নির্বাচন নিয়ে শিল্পীদের মধ্যে ভীষণ উত্তেজনা বিরাজ করছে। তবে একটা বিষয় স্পষ্ট যে , অধিকাংশ শিল্পীই নতুন নেতৃত্ব চায়। শিল্পী সমিতিই সবার সমিতি, তাই এই সমিতি যেন সবার ভালোবাসার জায়গা হয়, আস্থার জায়গা হয় সেই প্রত্যাশা নিয়েই শিল্পীরা ভোট দিবেন।’ এবার কার্যকরী সদস্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, এমনটাও আশা করছেন সবাই। কার্যকরী সদস্য পদে স্বতন্ত্র হিসেবে প্রার্থী হয়েছেন খল-অভিনেতা ডন। ডন বলেন,‘ শিল্পীরা আমাকে ভালোবাসেন। বিজয়ের ব্যাপারে আমি পূর্ণ আশাবাদী। ইনশাআল্টলাহ দেখা হবে বিজয়ে।’
আলিফ রিফাতের ক্যামেরায় এই পাঁচজনের ফ্রেমে যারা বন্দী আছেন (বাম থেকে) তারা পাঁচজন হলেন চিত্রনায়ক নিরব, চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা শাহনূর, চিত্রনায়ক সাইমন ও খল-অভিনেতা ডন। ইলিয়াস কা ন-নিপুণ প্যানেল থেকে নিরব আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রিয়াজ সহ-সভাপতি, শাহনূর সাংগঠনিক সম্পাদক, সাইমন সহ-সাধারণ সম্পাদক ও ডন কার্যকরী পরিষদ সদস্য (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করছেন।