নড়াইল নিউজ ২৪.কম বিনোদন ডেস্ক:
চিত্রনায়িকা পরীমণি বিভিন্ন গণমাধ্যমে গত এক মাসে ঘটে নানা বিষয় নিয়ে স্বল্প পরিসরে কথা বলেছেন। তবে শিগগিরই বিস্তারিত জানাবেন বলে নিশ্চিত করেছেন তিনি। প্রায় এক মাস কারাবাসের পর মুক্ত হয়েছেন। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। এরপর ফিরে আসেন নিজের বনানীর বাসায়।
পরীমণি গ্রেফতার হওয়ার পর তার একাধিক ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সেগুলো নিয়ে বিতর্ক-সমালোচনার ঝড় বয়ে যায়। জামিনে মুক্তি পাওয়ার পর এ বিষয়টি নিয়েও কথা বলেছেন পরী। তিনি বলেন, ‘আমার ফোন, গাড়ি সব সিআইডিতেই আছে। যেসব ভিডিও বাইরে এসেছে সেগুলো ওই ফোনেই ছিল। আমার ব্যক্তিগত ভিডিও ফাঁস করার অধিকার কারো নেই। তাও আমার ফোন থেকে।’
পরীমণি জানান, তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এজন্যই তিনি আদালত প্রাঙ্গণে চিৎকার করে সহযোগিতা চেয়েছিলেন। তার ভাষ্য, ‘চোখের সামনে আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমি বলব না? আরে আমাকে যখন এখান (বাসা) থেকে নেয়, তখন আমি জানি নাকি যে, আমাকে গ্রেফতারের জন্য নেয়! কত নাটক করে আমাকে এখান থেকে নিল। বলল, জাস্ট অফিসে যাবেন, কথা বলবেন, চলে আসবেন। ওমা, পরদিন দেখি পরীমণি গ্রেফতার। আমি বুঝলাম না কিসের জন্য।’
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকালে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। চার ঘণ্টার অভিযান শেষে তাকে আটক করে। এরপর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দেওয়া হয়। সেই মামলায় ১৯ দিন কারাগারে ছিলেন তিনি। এছাড়া আরও ৮ দিন তিনি থানা ও সিআইডি হেফাজতে ছিলেন বলে জানা যায়।