নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:
আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের প্রতিবাদে বৃহস্পতিবার পতাকা হাতে কয়েকটি শহরে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ বিক্ষোভে অংশগ্রহণকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে তালেবান যোদ্ধারা, যাতে কয়েকজন নিহত হয়েছে বলে জানায় গণমাধ্যম। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনেও এখবর জানানো হয়েছে।
তালেবানের গুলিতে প্রাণহানির এক দিন পরই নতুন করে আফগান নাগরিকদের নিহত হওয়ার খবর পাওয়া গেল।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে তালেবানের কোনো মুখপাত্রের বক্তব্য নিতে পারেনি রয়টার্স।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত একটি ভিডিও ক্লিপে দেখা যায়, আফগানিস্তানের জাতীয় পতাকা হাতে রাজধানী কাবুলে স্লোগান দিচ্ছেন একদল নারী-পুরুষ। তাদের মধ্যে কাঁধে পতাকা জড়িয়ে হাঁটতে দেখা যায় এক নারীকে।
এসব নারী-পুরুষের কণ্ঠে ছিল ‘আমার পতাকা আমার পরিচয়’ স্লোগান। যুক্তরাজ্যের কাছ থেকে ১৯১৯ সালে স্বাধীন হয় আফগানিস্তান। ১৯ আগস্টে স্বাধীনতা দিবস উদযাপন করে নাগরিকরা।
দেশটির কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে একটি সমাবেশে কয়েকজন নিহত হয়। তবে নিহতের এ ঘটনা গুলিতে নাকি পায়ের নিচে চাপা পড়ে হয়েছে, তা নিশ্চিত হতে পারেননি বলে জানিয়েছেন মোহাম্মদ সেলিম নামের এক প্রত্যক্ষদর্শী।
সেলিম বলেন, ‘রাস্তায় নামে শত শত মানুষ। শুরুতে আমি শঙ্কিত হয়ে (সমাবেশে) যেতে চাইনি। তবে প্রতিবেশী একজনকে যোগ দিতে দেখার পর বাড়িতে থাকা পতাকাটি হাতে নিই।’
তিনি আরও বলেন, ‘পায়ের নিচে চাপা পড়ে ও তালেবানের গুলিতে কয়েকজন মানুষ হতাহত হয়।’
পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদ ও পাকতিয়া প্রদেশের একটি জেলায় সড়কে বিক্ষোভ হয়।
এর আগে বুধবার জালালাবাদে পতাকা হাতে থাকা বিক্ষোভকারীদের ওপর গুলি চালায় তালেবান যোদ্ধারা, যাতে তিনজন নিহত হয়।