আফগানিস্তানে আটকে পড়া ৫ বাংলাদেশি আজ-কালের মধ্যে ঢাকায় ফিরছেন আফগানিস্তানে আটকে পড়া ৫ বাংলাদেশি আজ-কালের মধ্যে ঢাকায় ফিরছেন – Narail news 24.com
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
আ.লীগ নিষিদ্ধের দাবিতে নড়াইলে  বিক্ষোভ মিছিল নড়াইলে জাতীয় নাগরিক পার্টির পরিচিতি সভা অনুষ্ঠিত  কাশ্মীরে সন্ত্রাসী হামলা নিয়ে বিস্ফোরক তথ্য দিল ভারতীয় সংবাদমাধ্যম চলতি বছর দেশে আরও ৩০ লাখ মানুষ ‘অতি গরিব’ হওয়ার শঙ্কা বিশ্বব্যাংকের মধুমতী নদীর ভাঙনে দিশেহারা ভাঙ্গনকবলিত মানুষ নড়াইলে হকার্স মার্কেট উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত নড়াইলে আল-আমিন বেকারীকে ভোক্তা অধিদপ্তরে জরিমানা নড়াইলে জেলা রোভার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মডেল স্কুলে রূপান্তরে লক্ষ্যে মতবিনিময়

আফগানিস্তানে আটকে পড়া ৫ বাংলাদেশি আজ-কালের মধ্যে ঢাকায় ফিরছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

আফগানিস্তানে আটকে পড়া অন্যান্য বাংলাদেশিরা আগামী সপ্তাহের মধ্যে ঢাকায় ফিরবেন। এখন পর্যন্ত ২৮ জন বাংলাদেশির অবস্থান নিশ্চিত হয়েছে দেশটির কূটনৈতিক মিশনের দায়িত্বে থাকা উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস। এদের মধ্যে ২ জন মার্কিন বিমানবাহিনীর বিমানে করে কাবুল থেকে কাতারে পৌঁছেছে। এছাড়া ব্র্যাকের তিনজন কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে কাজাখস্তানে। এই পাঁচজন দু’একদিনের মধ্যে ঢাকায় ফিরবেন। অন্যদের আগামী সপ্তাহের মধ্যে ঢাকায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলম ‘সমদূরবর্তী রাষ্ট্রদূত’ হিসেবে আফগানিস্তানে দায়িত্ব পালন করছেন। সোমবার (২৩ আগস্ট) দিবাগত রাতে এসব তথ্য জানান রাষ্ট্রদূত জাহাঙ্গীর।

রাষ্ট্রদূত বলেন, ‘আফগানিস্তানে ২৮ জন বাংলাদেশির তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে দুইজন মার্কিন বিমানবাহিনীর বিমানে করে কাবুল থেকে কাতারে পৌঁছেছে। এছাড়া ব্র্যাকের তিনজন কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে কাজাখস্তানে। এদের মধ্যে ব্র্যাকের তিন কর্মকর্তা মঙ্গলবার (২৪ আগস্ট) কাজাখস্তান থেকে ঢাকা রওনার কথা রয়েছে। কাতার থেকে দুই বাংলাদেশিও ঢাকায় ফিরবেন। এছাড়া জার্মান বাংলাদেশ যৌথ প্রতিষ্ঠানে কর্মরত দুইজনের ভিসা হয়ে গেছে, তারা উজবেকিস্তান হয়ে দেশে ফিরবে। আফগানিস্তানে অন্যান্য বাংলাদেশিরাও আগামী সপ্তাহের মধ্যে দেশে ফিরতে পারবেন বলে আশা করছি।’

তালেবান বাহিনীর কাবুল দখলের পর সেখানকার প্রধান কারাগার খুলে দিয়েছে। ফলে বন্দিরা অনায়াসে বের হযে গেছে। তাদের মধ্যে তিন বাংলাদেশিও ছিল বলে তথ্য পাওয়া গেছে। এ তিনজনের মধ্যে একজনের অবস্থান নিশ্চিত হয়েছে দূতাবাস। বাকি দু’জনের কোনো তথ্য পাওয়া গেছে কিনা- জানতে চাইলে রাষ্ট্রদূত জাহাঙ্গীর বলেন, ‘একজন জেল থেকে বেরিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে। এর বাইরে বাকি যে দু’জনের কথা শোনা যাচ্ছে, তাদের অবস্থান আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।’

রাষ্ট্রদূত জানান, কাবুলে অবস্থানরত ব্র্যাকের অন্য তিন কর্মকর্তা, আফগান ওয়্যারলেসে কর্মরত সাত প্রকৌশলী, পাকিস্তান সীমান্তবর্তী জালালাবাদ শহরে থাকা তাবলিগ জামাতের ছয়জন কর্মী, একজন প্রকৌশলী কাবুলে, আরও দুইজন প্রকৌশলী কাবুলের কূটনৈতিক জোনে, কারাগার থেকে বেরিয়ে যাওয়া এক বাংলাদেশি এবং মাজার-ই-শরিফে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক বাংলাদেশিকে ফেরানোর চেষ্টা অব্যাহত আছে।

এদিকে, রোববার (২২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, আফগানিস্তানে আটকে পড়া বাংলাদেশিদের আগামী সপ্তাহের মধ্যে দেশে ফেরানো হবে।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
x