স্টাফ রিপোর্টার:
“ অন্ধকার থেকে মুক্ত করুক একুশের আলো” এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্যদিয়ে নড়াইলবাসী স্মরন করবে ৫২’র ভাষা শহীদদের। প্রতিবছরের মত ২১ ফেব্রুয়ারি আজ সোমবার সন্ধ্যায় শহরের কুড়িরডোব মাঠে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের। একুশের আলো নড়াইলের আয়োজনে শহরের কুড়িরডোব মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করা হবে।
হাজারো দর্শদের পদচারনায় মুখরিত হয়ে ওঠবে কুড়িরডোব মাঠ। হিন্দু-মুসলিম, বৌধ্য-খ্রিস্ট্রান, ধনী-গরীবের ভেদাভেদ ভুলে সকলে মেতে ওঠবে আনন্দে।
ঢাকা, বাগেরহাট, যশোর, ফরিদপুর, রাজবাড়ি, সাতক্ষিরা, খুলনা, মাগুরাসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্শকরা নয়নাভিরাম এ দৃশ্য দেখে তাদের নয়ন জুড়াবে।
সকাল থেকে স্বেচ্ছাসেবকবৃন্দ মাঠকে বিভিন্ন আল্পনা দিয়ে সাজাচ্ছেন বিকালের মধ্যেই মঙ্গল প্রদীপ ও মোমবাতি দিয়ে নিপুন হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলতে নিরলসভাবে কাজ করছেন তারা।
সন্ধ্যার পূর্বে থেকে মাইকে বাজতে শুরু করবে দেশত্ববোধকগান আর এর সাথে সাথে একসাথে জ্বলে উঠবে মঙ্গল প্রদীপ।