স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য ও কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজুল ইসলাম (মিরাজ ফকির) ও তার ছোট ভাই ইমরান ফকির, কবির খান ও তামান্না ফকিরকে হত্যা চেষ্টাকারী আওয়ামী সন্ত্রাসীদের আদালত কর্তৃক জামিন দেয়ার প্রতিবােদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে আদালত সড়কে লোহাগড়া উপজেলা বিএনপির ও অঙ্গসহযোগি সংগঠন এবং কাশিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুব মুর্শেদ জাপল, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি অঅহাদুজ্জামান বাটু, সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম প্রমূখ।
উল্লেখ্য, নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের হামলায় কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলামের (৫৫) ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় তার ভাই ইমরান ফকির ও প্রতিবেশী কবির খান ও তামান্না ফকির গুরুতর আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইলোর লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের নিয়নের সারুলিয়া গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ ফকির ও ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা কাজী রওশনের মধ্যে বিরোধ চলছিল। গত ২২ এপ্রিল দুপুরে লোহাগড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে এড়েন্দা বাসস্ট্যান্ড এলাকায় রওশনকে মারধর করে ধরে নিয়ে যায় মিরাজ ও তার লোকজন। পরে রওশনের পক্ষের লোকজন মিরাজ, তার ভাই ইমরান ও প্রতিবেশী বাবুলকে কুপিয়ে জখম করে। এতে মিরাজের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা মিরাজ ও বাবুলকে নড়াইল সদর হাসপাতালে এবং ইমরানকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।