অবিলম্বে সুদ কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন – হাইকোর্ট অবিলম্বে সুদ কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন – হাইকোর্ট – Narailnews24.com-নড়াইল নিউজ ২৪
সোমবার, ১৬ জুন ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

অবিলম্বে সুদ কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন – হাইকোর্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

নড়াইল নিউজ ২৪.কম ডেস্ক:

অননুমোদিত ক্ষুদ্র ঋণ বিতরণী প্রতিষ্ঠানের ও চড়া সুদ কারবারিদের  বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সঙ্গে এসব কারবারি ও প্রতিষ্ঠানের তালিকা প্রণয়নে বিশেষ কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

সারা দেশে চড়া সুদে ঋণদাতা মহাজনদের চিহ্নিত করার নির্দেশনা চেয়ে করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ এ নির্দেশ দেয়।

অননুমোদিত আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের বিষয়ে তদন্ত করতে একটি বিশেষ কমিটি গঠনে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।

তদন্তকালে কোনো অননুমোদিত বা লাইসেন্সবিহীন প্রতিষ্ঠান পাওয়া গেলে তাৎক্ষণিক সেগুলো বন্ধ করে আইনগত ব্যবস্থা নিতে বলেছে আদালত।

আর চড়া সুদে ঋণদানকারী স্থানীয় মহাজনদের তালিকা দিতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটিকে নির্দেশ দেয়া হয়েছে।

৪৫ দিনের মধ্যে এসব বিষয়ে প্রতিবেদন চেয়েছে আদালত।

আদালতে রিটের পক্ষে ছিলেন রিটকারী আইনজীবী সৈয়দ সায়েদুল হক সুমন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

গত ২২ সেপ্টেম্বর এ সংক্রান্ত রিটের শুনানি শেষে সোমবার আদেশের জন্য দিন রাখে হাইকোর্ট।

‘চড়া সুদে ঋণের জালে কৃষকেরা’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে গত ২৮ আগস্ট প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সায়েদুল হক রিটটি করেন। রিটে মহাজনদের উচ্চহারে অনানুষ্ঠানিক ঋণ প্রদান নিষিদ্ধে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়।

© এই নিউজ পোর্টালের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

ফেসবুকে শেয়ার করুন

More News Of This Category
পরীক্ষামূলক সম্প্রচার
Developed by: A TO Z IT HOST
Tuhin
error: Content is protected !!