নড়াইল নিউজ ২৪.কম আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেনে রাশিয়ার হামলার পঞ্চম দিন চলছে। শুরু থেকেই রাশিয়া শর্ত দিয়ে ইউক্রেনের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার কথা জানিয়েছে। আর ইউক্রেন শর্তহীন হলে আলোচনায় বসতে রাজি বলে জানায় রাশিয়াকে। রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানায়, চলমান সংকট নিরসনে একটি বৈঠকে বসতে যাচ্ছে ইউক্রেন-রাশিয়া।
সংবাদমাধ্যমটি রোববার রাতে একটি সূত্রের বরাতে জানিয়েছে, সোমবার ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। এটি সকালেই শুরু হওয়ার কথা রয়েছে।
ওই সূত্র বলেছে, ‘এটি স্থগিত নয়, সকালেই বৈঠক শুরু হবে। এটি হবে ইউক্রেনের প্রতিনিধিদলের জন্য একটি রসদ।’
বৈঠকে পুতিনের পক্ষে প্রতিনিধি হিসেবে থাকবেন তার সহকারী ভ্লাদিমির মেডিনেস্কি। তিনি রাশিয়ার প্রতিনিধিদের প্রধান হিসেবে অংশ নেবেন।
তিনি তাসকে বলেন, বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে আলোচনার জন্য স্থান নির্ধারণ করে ইউক্রেনের সঙ্গে চুক্তি হয়েছে।
সংবাদ সংস্থা তাস জানায়, বৈঠকে অংশ নিতে এরই মধ্যে মিনস্ক ছেড়েছে রাশিয়ার প্রতিনিধিদল।
অবশ্য এই বৈঠক কী সেখানেই হবে, নাকি অন্য কোথাও সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে পুতিনের পক্ষ থেকে আলোচনায় বসার আহ্বান করলেও ইউক্রেন বেলারুশে আলোচনায় বসতে রাজি হয়নি। ফলে ভেস্তে যায় সেই উদ্যোগ। এবার নতুন করে বৈঠকে কী সিদ্ধান্ত আসে সেটি জানার বিষয়।
ইউক্রেনে হামলার চতুর্থ দিনে পুরোদমে লড়াই করছে রাশিয়া। রুশ সেনারা রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশের সময় ইউক্রেনীয় সেনাদের ব্যাপক প্রতিরোধের মুখেও পড়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
সেই সঙ্গে ইউক্রেন ঘোষণা করেছে, কিয়েভ থেকে যেকোনো মূল্যেই তারা রুশ সেনাদের বের করে দেবে।
দুটি শহরেই ব্যাপক যুদ্ধ চলছে বলে খবর পাওয়া যাচ্ছে।